Dear visitor, welcome to educational blog. Hope, see you again- thank you.

গণিত বিষয়ের প্রাক-মূল্যায়নের প্রশ্নপত্র ও উত্তর - সকল গেজেট এক ঠিকানায়

গণিত বিষয়ের প্রাক-মূল্যায়নের প্রশ্নপত্র ও উত্তর


গণিত বিষয়ের প্রাক-মূল্যায়নের প্রশ্নপত্র ও উত্তরগণিত বিষয়ের প্রাক-মূল্যায়নের প্রশ্নপত্র ও উত্তর। সম্মানীত ভিজিটর, সরকারি-বেসরকারি প্রজ্ঞাপন ও চিঠি-পত্র সমৃদ্ধ এ বাংলা ব্লগ সাইটে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনুগ্রহপূর্বক, পোস্টটি শেষ পর্যন্ত দেখুন।
প্রিয় পাঠক, আপনি যদি আমার এই অলগেজেটস ডট কম সাইটে নতুন এসে থাকেন; তাহলে, সাইটে প্রতিনিয়ত প্রকাশিত
নতুন পোষ্টের আপডেট পেতে-প্লিজ, সাইটের ফেসবুক পেজে” লাইক দিয়ে সাইটটির সঙ্গেই থাকুন। আর যদি ইতোমধ্যে আপনি “ফেজবুক পেজে” লাইক দিয়ে থাকেন, তাহলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রজ্ঞাপন ও চিঠি-পত্র একত্রে, একসঙ্গে পাবার এ পাঠকপ্রিয় বাংলাদেশী বাংলা ব্লগে। আশা করি, পরবর্তীতে আবারও এসে ধন্য করবেন “সকল গেজেট এক ঠিকানায়” শিরোনামের এ বাংলা ব্লগে।

পাঠক, আপনাদের সকলের চাহিদার প্রতি লক্ষ্য রেখে এ ব্লগে আয়োজন করেছি-প্রাথমিক শিক্ষার অফিস আদেশ ও পত্র, প্রাথমিক শিক্ষার প্রজ্ঞাপন, মাধ্যমিক শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র, উচ্চ শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র, শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও ম্যানুয়াল, শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ ও ম্যানুয়াল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রজ্ঞাপন ও পত্র, পাঠ্য বইয়ের ই-সংষ্করণ, ধর্মীয় ই-বুকসমূহ, আইন ও বিধিমালার ই-বুকসমূহ, জাতীয় পরিচয় পত্র বিষয়ক প্রজ্ঞাপন, জন্ম-মৃত্যু নিবন্ধনের প্রজ্ঞাপন ও পত্র, জাতীয় বেতন স্কেলসমূহ, বিভিন্ন আর্থিক সুবিধার প্রজ্ঞাপন ও পত্রসহ বিভিন্ন ধরনের সরকারি-বেসরকারি গুরূত্বপূর্ণ গেজেট, পরিপত্র ও পত্রাদি। এবার আসা যাক, আজকের পোষ্টের কথায়।

--------------------------------------------------
আরও দেখুন-








--------------------------------------------------

গণিত বিষয়ের প্রাক-মূল্যায়নের প্রশ্নপত্র ও উত্তর।


প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে প্রতি বিদ্যালয় থেকে কমপক্ষে ১ জনের গণিত বিষয়ের প্রশিক্ষণ হয়ে থাকে। শিক্ষকবৃন্দ ইউআরসি’তে গণিত বিষয়ের উপর প্রশিক্ষণ নিতে গেলে পূর্বজ্ঞান যাচাই করতে প্রথমেই তাদের হাতে প্রাক-মূল্যায়নের জন্য একটি প্রশ্নপত্র ধরিয়ে দেওয়া হয়। আজকের পোস্টটি উক্ত প্রশ্নপত্র এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে সাজানো হয়েছে।
নিম্নে তা তুলে ধরা হলো।

প্ৰাক-মূল্যায়ন পত্র

                                    

নাম ও কর্মস্থল: --                           রেজি নং :--------
                                                                      সময়: ১৫ মিনিট

[নিম্নের প্রতিটি প্রশ্নের উত্তর ডানপাশের খালি জায়গায় লিখবেন। প্রয়োজনে আলাদা কাগজ ব্যবহার করতে পারেন]

১। সংখ্যা দ্বারা কী বোঝায়?
উত্তর: সংখ্যা দ্বারা কোন কিছুর পরিমাণ বুঝায়।

২। সংখ্যা ও অঙ্কের মধ্যে পার্থক্য কী?
উত্তর: প্রত্যেকটি সংখ্যা প্রতীককে বলা হয় একেকটি অঙ্ক আর এক বা একাধিক অঙ্কের সমষ্টিকে বলা হয় সংখ্যা।

৩। ৩+২ = ৫ এ যোগটি চিত্রের সাহায্যে প্রকাশ করুন।
উত্তর: OOO + OO =OOOOO

৪। ২১ - ৮ = ১৩ এ বিয়োগটি কাঠির বাণ্ডিলের সাহায্যে প্রকাশ করুন।
উত্তর:
  
         

৫। ০.০২ x ০.১ = কত? 
                            
উত্তর: ০.০০২

৬। ১৮ এর গুণনীয়কগুলো লিখুন।
 
উত্তর: ১, ২, ৩, ৬, ৯, ১৮।

৭। ৯৮৫৭ সংখ্যাটিতে ৮ এর স্থানীয় মান ও স্বকীয় মান কত?
উত্তর: ৮ এর স্থানীয় মান ৮ শতক ও ৮ এর স্বকীয় মান ৮০০।

৮। ২ কে দশমিকে প্রকাশ করুন।
উত্তর: ০.২।

৯। গ.সা.গু. এর পূর্ণরূপ লিখুন।
উত্তর: গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।


গণিত বিষয়ের প্রাক-মূল্যায়নের প্রশ্নপত্র ও উত্তর
১০। ১ কিলোমিটার সমান কত মিটার?
উত্তর: ১০০০ মিটার।

১১। ৩/৪ কে শতকরায় প্রকাশ করুন।
উত্তর: ৭৫%।

১২। খোলা বাক্য ও গাণিতিক উক্তির মধ্যে পার্থক্য কী?
উত্তর: কোন বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা না গেলে তাকে খোলা বাক্য আর সুনির্দিষ্ঠ করে সত্য না মিথ্যা বলা যায়, গণিত বিষয়ক এমন কোন উক্তিকে গাণিতিক উক্তি বলে।

১৩। ব্লুম টেক্সোনমি অনুসারে শিখনের ক্ষেত্র কয়টি ও কী কী?
উত্তর: প্রথমত: ৩টি। 

যথা- (১) জ্ঞানমূলক 

(২) অনুভূতিমূলক ও 

(৩) মনোপেশীজ ক্ষেত্র।

১৪। একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি ৬ মিটার ও উচ্চতা ৪ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?
উত্তর: ১২ বর্গমিটিার।

১৫। একটি আয়ত-এর কীরূপ পরিবর্তন হলে তা বর্গে পরিণত হয়?
উত্তর: দৈর্ঘ্য পরিবর্তন করে প্রস্থের সমান করলে তা বর্গে পরিণত হয়।


গণিত বিষয়ের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ ম্যানুয়াল পাওয়া যাবে এখানে।

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন।

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।





কোন মন্তব্য নেই

pollux থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.