৮টি শর্তে প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ।
৮টি শর্তে প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে ৮ মে, ২০২২ খ্রি: তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারীকৃত একটি পত্রে জানানো হয় যে, “চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসুচি (পিইডিপি-৪)"-এর আওতায় নিম্নবর্ণিত ৫,১৬৬টি সহকারী শিক্ষক (সঙ্গীত ও শরীরিক শিক্ষা) পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃজনে বর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো:
১. সহকারী শিক্ষক (সংগীত)- ২,৫৮৩টি পদ
২. সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)- ২,৫৮৩টি পদ
মোট ৫,১৬৬টি পদ।
শর্তাবলি:-
(১) এতে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি গ্রহণ করতে হবে;
(২) অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ হতে বেতন স্কেল নির্ধারণ করতে হবে;
(৩) প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে;
(৪) যে তারিখে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে পদ সৃজনের সরকারি আদেশ জারি করা হবে সে তারিখ হতে পদসমূহ সৃজিত হবে;
(৫) অস্থায়ী পদের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের ০৩/০৫/২০০৩ খ্রি. তারিখের মপবি/ক:বি:শা/কপগ-১১-২০০১-১১১ নং সরকারি আদেশ অনুসরণ করতে হবে;
(৬) সহকারী শিক্ষক (সংগীত) ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ সমূহ নিয়োগ বিধিমালায় অন্তর্ভুক্ত করে নিয়োগ প্রদান করতে হবে;
(৭) পদ সৃজনের চুড়ান্ত আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রদত্ত সকল শর্ত আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে; এবং
(৮) পদসমুহ সৃজনে অর্থ বিভাগের সম্মতিপত্রের কপি এবং প্রশাসনিক মন্ত্রণালয়ের পদ সৃজনের সরকারি আদেশের পৃষ্ঠাঙ্গনকৃত কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে প্রেরণ করতে হবে।
--------------------------------------------------
আরও দেখুন-
বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ম্যানুয়াল-সংগীত
বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ম্যানুয়াল-শারীরিক শিক্ষা
------------------------------------------------
উল্লেখিত পত্র-
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

%20%E0%A6%AA%E0%A6%A6%20%E0%A6%B8%E0%A7%83%E0%A6%9C%E0%A6%A8%20%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A5%A4.jpg)

কোন মন্তব্য নেই