Dear visitor, welcome to educational blog. Hope, see you again- thank you.

সার্ভিস গাইড-২ || Service Guide -2 - সকল গেজেট এক ঠিকানায়

সার্ভিস গাইড-২ || Service Guide -2


সার্ভিস গাইড-২ || Service Guide -2

সার্ভিস গাইড-২ || Service Guide -2

নিজ দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সম্যক জ্ঞান নিজেকে শুধু অধিকতর দক্ষই করে না, পাশাপাশি কর্মস্পৃহা ও কর্মোদ্দীপনাও বৃদ্ধি করে। সরকারী দায়িত্ব পালনকালে সরকারী স্বার্থ সংরক্ষণ তথা সরকারী অর্থের অপচয় রোধ এবং বিধি মোতাবেক নিজের আর্থিক প্রাপ্যতা/অপ্রাপ্যতাসহ সবকিছুতে অধিকতর সচেতন হওয়া প্রতিটি সরকারী কর্মচারীর অপরিহার্য কর্তব্য। সরকারী অফিসে দিনে দিনে যেভাবে কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে সেভাবে জনবল বৃদ্ধি পাচ্ছেনা। ফলশ্রুতিতে বর্তমানে কর্মরত কর্মচারীদের কাজের চাপ ক্রমান্বয়ে বেড়েই চলছে।
শত ব্যস্ততার মাঝে সরকার কর্তৃক ক্রমাগত জারীকৃত অসংখ্য আর্থিক বিধি-বিধান চর্চার জন্যে সময় দেয়া একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে অডিট বিভাগ তথা প্রি-অডিটের বিভিন্ন অফিসে যে অস্বাভাবিক কাজ বৃদ্ধি পেয়েছে সে তুলনায় কর্মরত জনবল একেবারেই অপ্রতুল। অথচ তাদের উপর অর্পিত রয়েছে সরকারী রাজস্ব হতে অর্থ পরিশোধের সঠিকতা যাচাই এর বিশাল দায়িত্ব। একদিকে সরকারী অর্থের রক্ষণাবেক্ষণ অপরদিকে সরকারী কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ যেন প্রাপ্য অধিকার হতে বঞ্চিত না হন বা আইনী জটিলতায় হয়রানীর শিকার না হন, সেদিকে লক্ষ্য রেখে বিপুল পরিমান আর্থিক বিধি-বিধান ও আদেশনির্দেশ যাচাই-বাছাই করে সরকারী অর্থ সঠিকভাবে সঠিক সময়ে পরিশোধ নিশ্চিত করা অনেক ক্ষেত্রেই দূরহ হয়ে পড়ে। তাই অডিট বিভাগসহ সকল সরকারী কর্মচারী হাজারো কাজের ভিড়েও যেন অতি স্বল্প সময়ে আর্থিক বিষয়ে নিশ্চিত হয়ে অত্যন্ত দক্ষতার সাথে দ্রুত কর্ম সম্পাদন করতে পারে সেদিকে লক্ষ্য রেখেই “এক নজরে সার্ভিস গাইড” সকলের হাতে তুলে দেয়া আমার (মোঃ আতিয়ার রহমান) একটি ক্ষুদ্র প্রয়াশ। অজস্র কাজের চাপে যেহেতু বিধি-বিধান চর্চার জন্যে ব্যাপকভাবে সময় দেয়া সম্ভব হচ্ছেনা, তাই কাজের ফাঁকে, চলার পথে, এমনকি ঘুমানোর পূর্বক্ষনেও যেন ইচ্ছা করলেই অতি সহজে ও তাৎক্ষনিকভাবে প্রয়োজনীয় বিষয়গুলি আয়ত্তে আনা সম্ভব হয় এবং শত ব্যস্ততা ও ক্লান্তির মাঝেও গাইডটি দেখলে যেন পড়ার আগ্রহ সৃষ্টি হয় সেদিকে লক্ষ্য রেখে “এক নজরে সার্ভিস গাইড-১” এর পর দেশজুড়ে অগনিত পাঠকবৃন্দের অনুরোধে অগ্রাধিকারের ভিত্তিতে ১৮টি বিষয়ের সমন্বয়ে “এক নজরে সার্ভিস গাইড-২” সকল পরিবেশে/সকল পরিস্থিতিতে পড়ার উপযোগী করে আকর্ষনীয় ও সংক্ষিপ্তাকারে সাজানোরর চেষ্টা করা হয়েছে। ছোট্ট এ গাইডে আলোচিত বিষয়ে প্রায় সকল প্রশ্নের জবাবই পাওয়া যাবে বলে আমার (মোঃ আতিয়ার রহমান) বিশ্বাস। তদুপরি ব্যাপক বিষয় সংক্ষিপ্তাকারে তুলে ধরতে যেয়ে হয়ত কোন অস্পষ্টতা থেকে যেতেও পারে। এছাড়াও কোথাও কোন ভুল-ত্রুটি সংশোধনে আপনাদের পরামর্শ ও সহযোগিতা একান্তভাবে কাম্য। আমার(মোঃ আতিয়ার রহমান) এই প্রচেষ্টা যদি আপনাদের কর্মক্ষেত্রে বিন্দুমাত্র উপকারে আসে তাহলে আমি আমার এই পরিশ্রম স্বার্থক। বলে মনে করব। ধন্যবাদ -মোঃ আতিয়ার রহমান।







গাইডটিতে আলোচ্য বিষয়সমূহ হলো-
১. পেনশন বিধি 

২. ছুটি বিধি 

৩. এল পি আর 

০৪. অবকাশ বিভাগ 

০৫. লামগ্রান্ট  

০৬. শ্রান্তি বিনোদন

০৭. কল্যাণ তহবিল 

০৮. যৌথ বীমা 

০৯. সাময়িক বরখাস্ত 

১০. উৎসব ভাতা 

১১. দায়িত্ব ভাতা 

১২. জি পি এফ 

১৩. ভ্রমন ভাতা 

১৪. যোগদান কাল 

১৫. বয়সসীমা 

১৬. জন্ম তারিখ 

১৭. বয়স প্রমার্জন 

১৮. আপ্যায়ন ভাতা


সম্পূর্ণ সার্ভিস গাইডটি নিচ থেকে স্ক্রল করে দেখা যাবে-



--------------------------------------
আরও দেখুন-
------------------------------------------------------

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকপেজে” লাইক দিয়ে রাখুন।

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।




কোন মন্তব্য নেই

pollux থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.