Dear visitor, welcome to educational blog. Hope, see you again- thank you.

সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ - সকল গেজেট এক ঠিকানায়

সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮

সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ পিডিএফ, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮, সংক্রামক রোগ প্রতিরোধের উপায়, সংক্রামক আইন ২০১৮ pdf, সংক্রামক রোগ প্র্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ ২০১৮ সালের ৬১ নং আইন,  সংক্রমণ রোগ আইন-২০১৮, ২০১৮ সালের সকল আইন, সংক্রামক রোগের তালিকা,

সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮

 
জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবেলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাসকরণের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলের উদ্দেশ্যে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবেলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাসকরণের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলের উদ্দেশ্যে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রযয়োজনীয়;


সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮
(২০১৮ সনের ৬১ নং আইন )।
 [১৪ নভেম্বর, ২০১৮]
জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবেলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাসকরণের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলের উদ্দেশ্যে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবেলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাসকরণের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলের উদ্দেশ্যে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রযয়োজনীয়; 

সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তনঃ
১। (১) এই আইন সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ নামে অভিহিত হইবে।

   (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
সংজ্ঞা:
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,
(১) “অধিদপ্তর” অর্থ স্বাস্থ্য অধিদপ্তর;

(২) “কমিটি” অর্থ ধারা ৬ এর অধীন গঠিত উপদেষ্টা কমিটি;

(৩) “ক্ষমতা প্রাপ্ত কর্মচারী” অর্থ ধারা ৩০ এর অধীন ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মচারী;






(৪) “তপশিল” অর্থ এই আইনের তপশিল; 

(৫) “বাহক” অর্থ এক প্রাণী হইতে অন্য প্রাণীর দেহে জীবাণু বহনকারি আণুবীক্ষণিক অমেরুদণ্ডী প্রাণী; 

(৬) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;

(৭) “মহাপরিচালক” অর্থ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক;

(৮) “সংক্রামকরোগ” অর্থ ধারা ৪ এ উল্লিখিত কোনো সংক্রামক রোগ।
 
 
https://techrajbd.blogspot.com/

 
 

উল্লেখিত আইনটি স্ক্রল করে নিচ থেকে দেখা যাবে-




--------------------------------------
আরও দেখুন-

------------------------------------------------------

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকপেজে” লাইক দিয়ে রাখুন।

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।



কোন মন্তব্য নেই

pollux থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.