Dear visitor, welcome to educational blog. Hope, see you again- thank you.

আইসিটি বিষয়ের প্রাক-মূল্যায়নের প্রশ্নপত্র || ICT training questions. - সকল গেজেট এক ঠিকানায়

আইসিটি বিষয়ের প্রাক-মূল্যায়নের প্রশ্নপত্র || ICT training questions.


আইসিটি বিষয়ের প্রাক-মূল্যায়নের প্রশ্নপত্র || ICT training questions.আইসিটি বিষয়ের প্রাক-মূল্যায়নের প্রশ্নপত্র। সম্মানীত ভিজিটর, সরকারি-বেসরকারি প্রজ্ঞাপন ও চিঠি-পত্র সমৃদ্ধ এ বাংলা ব্লগ সাইটে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনুগ্রহপূর্বক, পোস্টটি শেষ পর্যন্ত দেখুন।

প্রিয় পাঠক, আপনি যদি আমার এই অলগেজেটস ডট কম সাইটে নতুন এসে থাকেন; তাহলে, সাইটে প্রতিনিয়ত প্রকাশিত
নতুন পোষ্টের আপডেট পেতে-প্লিজ, সাইটের ফেসবুক পেজে” লাইক দিয়ে সাইটটির সঙ্গেই থাকুন। আর যদি ইতোমধ্যে আপনি “ফেজবুক পেজে” লাইক দিয়ে থাকেন, তাহলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রজ্ঞাপন ও চিঠি-পত্র একত্রে, একসঙ্গে পাবার এ পাঠকপ্রিয় বাংলাদেশী বাংলা ব্লগে। আশা করি, পরবর্তীতে আবারও এসে ধন্য করবেন “সকল গেজেট এক ঠিকানায়” শিরোনামের এ বাংলা ব্লগে।

পাঠক, আপনাদের সকলের চাহিদার প্রতি লক্ষ্য রেখে এ ব্লগে আয়োজন করেছি-প্রাথমিক শিক্ষার অফিস আদেশ ও পত্র, প্রাথমিক শিক্ষার প্রজ্ঞাপন, মাধ্যমিক শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র, উচ্চ শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র, শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও ম্যানুয়াল, শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ ও ম্যানুয়াল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রজ্ঞাপন ও পত্র, পাঠ্য বইয়ের ই-সংষ্করণ, ধর্মীয় ই-বুকসমূহ, আইন ও বিধিমালার ই-বুকসমূহ, জাতীয় পরিচয় পত্র বিষয়ক প্রজ্ঞাপন, জন্ম-মৃত্যু নিবন্ধনের প্রজ্ঞাপন ও পত্র, জাতীয় বেতন স্কেলসমূহ, বিভিন্ন আর্থিক সুবিধার প্রজ্ঞাপন ও পত্রসহ বিভিন্ন ধরনের সরকারি-বেসরকারি গুরূত্বপূর্ণ গেজেট, পরিপত্র ও পত্রাদি। এবার আসা যাক, আজকের পোষ্টের কথায়।

আইসিটি বিষয়ের প্রাক-মূল্যায়নের প্রশ্নপত্র।


প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে প্রতি বিদ্যালয় থেকে ২ বা ততোধিক শিক্ষককে ১২ দিন ব্যাপী আইসিটি প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে, যা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ‍গুরূত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিদ্যালয়ে শিশুরা মার্টিমিডিয়া ক্লাসে আনন্দের সাথে পাঠ গ্রহনের এক বিশাল সুযোগ পাচ্ছে।
প্রাথমিক শিক্ষরা ১২ দিন ব্যাপী আইসিটি প্রশিক্ষণে গেলে প্রশিক্ষণের শুরুতেই তাঁদের আইসিটিতে পূর্ব জ্ঞান যাচাইয়ের জন্য একটি প্রাক-মূল্যায়নের ব্যবস্থা করা হয়।
অনেক শিক্ষকদেরই উল্লেখিত প্রশ্নপত্র সম্পর্কে পূর্ব ধারনা থাকেনা। কেউ বা আবার টেনশনে থাকেন মূল্যায়নের প্রশ্ন না জারি কেমন হয়। তাঁদের এবং এ ব্লগের সম্মানীত পাঠকদের উদ্দেশ্যে উক্ত প্রশ্নগুলো হুবহু তুলে ধরা হলো। যাদের জন্য এ আয়োজন, তাঁদের উপকারে লাগলে আমারও ভালো লাগবে। 


এবার দেখা যাক উক্ত প্রশ্নগুলো:









প্ৰাক-মূল্যায়ন প্রশ্ন:

                                    

    অংশগ্রহনকারীর নাম: -----                    পদবী:--

    প্রতিষ্ঠানের নাম: --------

    ঠিকানা: ------     মোবাইল নং --------     সময়: ১৫ মিনিট      
    

১ম অংশ:


আইসিটি ব্যবহার বিষয়ক আপনার অভিজ্ঞতা/দক্ষতার নির্দিষ্ট ঘরটিতে টিক চিহ্ন দিন।

১. কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা (সঠিকভাবে কম্পিউটার চালু ও বন্ধ করা, ফাইল তৈরি, কপি-পেস্ট করা ইত্যাদি)
-দক্ষতা নেই/সামান্য দক্ষতা আছে/কাজ চালানোর মত /ভালো দক্ষতা আছে/খুবই দক্ষ।

২. ইউনিকোড ব্যবহার করে বাংলায় টাইপ করা| 
-দক্ষতা নেই/সামান্য দক্ষতা আছে/কাজ চালানোর মত /ভালো দক্ষতা আছে/খুবই দক্ষ।

৩. এম-এস পাওয়ারপয়েন্ট ব্যবহার করে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করা।
-দক্ষতা নেই/সামান্য দক্ষতা আছে/কাজ চালানোর মত /ভালো দক্ষতা আছে/খুবই দক্ষ।








৪. প্রেজেন্টেশন স্লাইডে ছবি ইনসার্ট করা।
-দক্ষতা নেই/সামান্য দক্ষতা আছে/কাজ চালানোর মত /ভালো দক্ষতা আছে/খুবই দক্ষ।

৫. স্লাইডে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইফেক্ট দেওয়া
-দক্ষতা নেই/সামান্য দক্ষতা আছে/কাজ চালানোর মত /ভালো দক্ষতা আছে/খুবই দক্ষ।

৬. ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করা।
-দক্ষতা নেই/সামান্য দক্ষতা আছে/কাজ চালানোর মত /ভালো দক্ষতা আছে/খুবই দক্ষ।

 ৭. ইন্টারনেট থেকে প্রয়োজনীয় ছবি ও তথ্যাদি সংগ্রহ (ডাউনলোড) করা|

-দক্ষতা নেই/সামান্য দক্ষতা আছে/কাজ চালানোর মত /ভালো দক্ষতা আছে/খুবই দক্ষ।

 
৮. ডাউনলোড করা ছবি প্রেজেন্টেশন স্লাইডে সংযুক্ত করা।
-দক্ষতা নেই/সামান্য দক্ষতা আছে/কাজ চালানোর মত /ভালো দক্ষতা আছে/খুবই দক্ষ।

৯. ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা।
-দক্ষতা নেই/সামান্য দক্ষতা আছে/কাজ চালানোর মত /ভালো দক্ষতা আছে/খুবই দক্ষ।


১০. ডাউনলোড করা ভিডিও প্রেজেন্টেশন স্লাইডে সংযুক্ত করা।
-দক্ষতা নেই/সামান্য দক্ষতা আছে/কাজ চালানোর মত /ভালো দক্ষতা আছে/খুবই দক্ষ।


 ১১. ডাউনলোড করা ভিডিও প্রয়োজন অনুযায়ী কেটে নেওয়া।
-দক্ষতা নেই/সামান্য দক্ষতা আছে/কাজ চালানোর মত /ভালো দক্ষতা আছে/খুবই দক্ষ

১২. ইমেইল-এর মাধ্যমে অন্যদের সাথে যোগাযোগ করা।
-দক্ষতা নেই/সামান্য দক্ষতা আছে/কাজ চালানোর মত /ভালো দক্ষতা আছে/খুবই দক্ষ।


১৩. প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করা| 
-দক্ষতা নেই/সামান্য দক্ষতা আছে/কাজ চালানোর মত /ভালো দক্ষতা আছে/খুবই দক্ষ।

১৪. কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টর সংযোগ প্রদান করে প্রেজেন্টেশন উপস্থাপন করা।
-দক্ষতা নেই/সামান্য দক্ষতা আছে/কাজ চালানোর মত /ভালো দক্ষতা আছে/খুবই দক্ষ।

১৫. কম্পিউটারের কোন সাধারণ সমস্যা হলে সমাধান করা
-দক্ষতা নেই/সামান্য দক্ষতা আছে/কাজ চালানোর মত /ভালো দক্ষতা আছে/খুবই দক্ষ।


২য় অংশ:

[নির্দিষ্ট ঘরটিতে টিক চিহ্ন দিন]

১. আপনি কতদিন ধরে কম্পিউটার ব্যবহার করছেন?
-৩ মাস/৩-৬ মাস/৬-১২ মাস/১-৩ বছর/৩ বছর 


২. এম. এস ওয়ার্ড ব্যবহার করে প্রশ্নপ্রত্র, চিঠি-পত্র তৈরি সহ দৈনন্দিন কাজ করতে পারেন কি?
-হ্যাঁ/না।

৩. আপনি ইংরেজিতে টাইপ করে ডকুমেন্ট তৈরি করতে পারেন কি? 
-হ্যাঁ/না।

৪. এম-এস এক্সেল ব্যবহার করে শিক্ষার্থীদের গ্রেডশীট, হিসাব-নিকাশ করতে পারেন কি?
-হ্যাঁ/না।

৫. আপনি এম-এস অ্যাকসেস ব্যবহার করে শিক্ষার্থীদের ডাটাবেজ, রেকর্ড রাখতে পারেন কি?
-হ্যাঁ/না।


৬. আপনি কোন্ ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন?
-Yahoo/Hotmail/Gmail/Official/অন্যান্য/কোনটাই নয়


৭. ১ মাসে আপনি কতগুলো ইমেইল আদান-প্রদান করেন?
-< ৫/৫-৩০/৩০-৬০/> ৬০

৮. আপনি ইতোপূর্বে কম্পিউটার ব্যবহার বিষয়ক কোন প্রশিক্ষণ পেয়ে থাকলে সংক্ষেপে সে সম্পর্কে ধারণা দিন। 
(বিষয়বস্তু, সময়কাল, উল্লেখযোগ্য অর্জিত দক্ষতা, স্থান, প্রশিক্ষণ প্রদানকারী সংস্থার নাম ইত্যাদি)



আরও দেখুন-








পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন।

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।





কোন মন্তব্য নেই

pollux থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.