Dear visitor, welcome to educational blog. Hope, see you again- thank you.

বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ম্যানুয়াল-চারু ও কারুকলা/Subject-Based training mannual-Art and Craft - সকল গেজেট এক ঠিকানায়

বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ম্যানুয়াল-চারু ও কারুকলা/Subject-Based training mannual-Art and Craft



বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ম্যানুয়াল-চারু ও কারুকলা/Subject-Based training mannual-Art and Craftবিষয়ভিত্তিক প্রশিক্ষণ ম্যানুয়াল-চারু ও কারুকলা/Subject-Based training mannual-Art and Craft

সম্মানীত ভিজিটর, সরকারি-বেসরকারি প্রজ্ঞাপন ও চিঠি-পত্র সমৃদ্ধ এ বাংলা ব্লগ সাইটে আপনাকে স্বাগত জানাচ্ছি। পোস্টটি শেষ পর্যন্ত দেখুন।
প্রিয় পাঠক, আপনি যদি আমার এই অলগেজেটস ডট কম সাইটে নতুন এসে
থাকেন; তাহলে, সাইটে প্রতিনিয়ত প্রকাশিত নতুন পোষ্টের আপডেট পেতে-প্লিজ, সাইটের ফেসবুক পেজে” লাইক দিয়ে সাইটটির সঙ্গেই থাকুন। আর যদি ইতোমধ্যে আপনি “ফেজবুক পেজে” লাইক দিয়ে থাকেন, তাহলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রজ্ঞাপন ও চিঠি-পত্র একত্রে, একসঙ্গে পাবার এ পাঠকপ্রিয় বাংলাদেশী বাংলা ব্লগে। আশা করি, পরবর্তীতে আবারও এসে ধন্য করবেন “সকল গেজেট এক ঠিকানায়” শিরোনামের এ বাংলা ব্লগে।





পাঠক, আপনাদের সকলের চাহিদার প্রতি লক্ষ্য রেখে এ ব্লগে আয়োজন করেছি-প্রাথমিক শিক্ষার অফিস আদেশ ও পত্র, প্রাথমিক শিক্ষার প্রজ্ঞাপন, মাধ্যমিক শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র, উচ্চ শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র, শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও ম্যানুয়াল, শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ ও ম্যানুয়াল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রজ্ঞাপন ও পত্র, পাঠ্য বইয়ের ই-সংষ্করণ, ধর্মীয় ই-বুকসমূহ, আইন ও বিধিমালার ই-বুকসমূহ, জাতীয় পরিচয় পত্র বিষয়ক প্রজ্ঞাপন, জন্ম-মৃত্যু নিবন্ধনের প্রজ্ঞাপন ও পত্র, জাতীয় বেতন স্কেলসমূহ, বিভিন্ন আর্থিক সুবিধার প্রজ্ঞাপন ও পত্রসহ বিভিন্ন ধরনের সরকারি-বেসরকারি গুরূত্বপূর্ণ গেজেট, পরিপত্র ও পত্রাদি। এবার আসা যাক, আজকের পোষ্টের কথায়।
--------------------------------------------------
-------------------------------------------------
মানুষের কার্যাবলির মধ্যে যে বিশিষ্ট রূপভঙ্গি মানুষকে আনন্দ দেয়- তাকেই কলা বলে। কলা সৃষ্টি এবং কলার সৌন্দর্য উপভোগের ব্যাপারেও একই অনুভূতি এবং সৌন্দর্য় সক্রিয় থাকলে ও ভিন্ন ভিন্ন সৃষ্টি প্রক্রিয়ার ভিত্তিতেই বিভিন্ন কলার সৃষ্টি সম্ভব হয় এবং তার পরিপ্রেক্ষিতে কলার প্রকারভেদ হয়ে থাকে।

বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ম্যানুয়াল-চারু ও কারুকলা/Subject-Based training mannual-Art and Craft

সৃষ্টি ও উপভোগের ভিত্তিতে কলাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা- চারুকলা এবং কারুকলা।


                                      চারুকলার শ্রেণি বিভাগ


১. চিত্রকলা (Painting)


২. সংগীতকলা (Music)


৩. নৃত্যকলা (Dance) 


৪. ভাস্কর্যকলা (Sculpture)


৫. স্থাপত্যকলা (Architecture)


৬. সাহিত্যকলা (Literature)


৭. নাট্যকলা (Dramatics)


৮. রন্ধনকলা (Culinary)


৯. এ্যাক্রোবেটিক্স(ক্রিড়া) (Acrobatics)


১০.যাদু (Magic etc.) ইত্যাদি।


       বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ম্যানুয়াল-চারু ও কারুকলা/Subject-Based training mannual-Art and Craft

                                          কারুকলার শ্রেণি বিভাগ:

১. মৃৎশিল্প (Ceramics) 


২. দারু শিল্প (Wood) 


৩. সীবন শিল্প (Weaving)


৪. ধাতব শিল্প (Matalic)


৫. কাগজ শিল্প (Paper Mache)


৬. চর্ম শিল্প (Leather) 


৭. বাঁশ ও বেত শিল্প (Bamboo and cane) 


৮. কাতাই শিল্প (Copra) ৯. রেশম শিল্প (Sericulture)


১০. বয়ন শিল্প (Wiving etc.) ইত্যাদি।


প্রাথমিক শিক্ষার বেশ কয়েকটি প্রান্তিক যোগ্যতার উপর গুরুত্ব দিয়ে চারু ও কারুকলার বর্তমান শিক্ষাক্রম তৈরি করা হয়েছে। সেগুলো হলো:


১। শিশুকে তার কল্পনা, কৌতুহল, সৃজনশীলতা বিকাশে আগ্রহী করে তোলা;


২। মানবাধিকার, আন্তর্জাতিকতাবোধ,বিশ্বভ্রাতৃত্ব ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতি আগ্রহশীল করে তোলা;


৩। স্বাধীন ও মুক্তচিন্তায় উৎসাহিত করা, গণতান্ত্রিক রীতিনীতি অনুশীলন করা;


৪। ভালোমন্দের পার্থক্য অনুধাবন করা;


৫। প্রকৃতি, পরিবেশ ও বিশ্ব জগৎ সম্পর্কে জানা, পরিবেশের উন্নয়ন ও সংরক্ষণে উদ্বুদ্ধ করা;


৬। মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম ও জাতীয়তাবোধে উদ্দীপ্ত করা, দেশ গড়ার কাজে সক্রিয় হতে উৎসাহিত করা;


৭। জাতীয় ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানা এবং শ্রদ্ধাশীল হওয়া;


৮। সর্বোপরি বাংলাদেশকে ভালোভাবে জানা ও মমত্বরোধে উদ্বুদ্ধ করা।
 





সম্মানিত পাঠক, উপরোক্ত ম্যানুয়ালটি অরিজিনাল ফর্মেটে হুবহু দেখতে ও ডাউনলোড করে নিতে এখানে ক্লিক করুন।






আর্টিকেলটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, প্লিজ।
গেজেটের নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।

কোন মন্তব্য নেই

pollux থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.