Dear visitor, welcome to educational blog. Hope, see you again- thank you.

প্রাক-প্রাথমিক শ্রেণির ক্রয় কমিটি গঠন নীতিমালা-২০২৩ | Video - সকল গেজেট এক ঠিকানায়

প্রাক-প্রাথমিক শ্রেণির ক্রয় কমিটি গঠন নীতিমালা-২০২৩ | Video

 

প্রাক-প্রাথমিক শ্রেণির ক্রয় কমিটি গঠন নীতিমালা-২০২৩ | Video

প্রাক-প্রাথমিক শ্রেণির ক্রয় কমিটি গঠন নীতিমালা-২০২৩ | Video


চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো বিদ্যালয় গমনোপযোগী শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি এবং প্রাথমিক শিক্ষাচক্র সমাপনের মাধ্যমে গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ। এজন্য বিদ্যালয়ে গমনের প্রস্তুতি এবং শিশুদের ঝরে পড়া রোধে "প্রাক-প্রাথমিক শিক্ষা" পরিচালনা একটি অগ্রাধিকারপূর্ণ কার্যক্রম। সুষ্ঠুভাবে প্রাক-প্রাথমিক শ্রেণি পরিচালনার লক্ষ্যে ইতঃমধ্যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য শিখন-শেখানো সামগ্রী সরবরাহ এবং শিক্ষক/কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এতদ্ব্যতীত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির পাঠদান আকর্ষণীয় ও আনন্দদায়ক করতে শিখন-শেখানো সামগ্রী (Teaching - Learning Materials) তৈরি / ক্রয় এবং শ্রেণিকক্ষ সজ্জিতকরণের জন্য ২০২৩-২০১৪ অর্থবছরে বিদ্যালয় প্রতি ১০০০০/- (দশ হাজার) টাকা সূত্র মোতাবেক বরাদ্দ অর্থ বিভাগ হতে সংশ্লিষ্ট উপজেলা / থানা শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হয়েছে।

পত্রটি ২৩ জুলাই, ২০২৩ খ্রিঃ তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা হয়। পত্রে আরও উল্লেখ করা হয়-

ক. ছাড়কৃত অর্থের মাধ্যমে প্রাক-প্রাথমিক শ্রেণির শিখন-শেখানো সামগ্রী জন্য/তৈরি/শ্রেণিকক্ষ সজ্জিতকরণের ক্ষেত্রে প্রতিটি বিদ্যালয়ে কমিটি গঠনপূর্বক সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে।

কমিটি নিম্নরূপঃ

১। আহ্বায়কঃ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি-                 ১ জন

২। সদস্যবৃন্দঃ

(ক) শিক্ষক-অভিভাবক সমিতির সভাপতি-                       ১ জন

(খ) প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক (প্রাক-প্রাথমিক শিক্ষককে অগ্রাধিকার দিতে হবে) (জাতীয়করণকৃত বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক না থাকলে যিনি প্রাক-প্রাথমিক শ্রেণিতে পাঠদান করেন তিনি সদস্য হবেন।)                                                                            -১ জন

৩। সদস্য সচিবঃপ্রধান শিক্ষক-                                                -১ জন

 

পোষ্টটি ভিডিওতে দেখতে নিচের বক্সে ক্লিক করুন।

 

           

 

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের  ‘‘ফেসবুক পেজে  লাইক দিয়ে রাখুন

 

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে

শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

কোন মন্তব্য নেই

pollux থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.