Dear visitor, welcome to educational blog. Hope, see you again- thank you.

প্রধান শিক্ষকগণের স্বেচ্ছায় অবসরের প্রস্তাব প্রেরণের ক্ষেত্রে শিক্ষকের যে তথ্যাবলি সরবরাহ করতে হবে। - সকল গেজেট এক ঠিকানায়

প্রধান শিক্ষকগণের স্বেচ্ছায় অবসরের প্রস্তাব প্রেরণের ক্ষেত্রে শিক্ষকের যে তথ্যাবলি সরবরাহ করতে হবে।

 

প্রধান শিক্ষকগণের স্বেচ্ছায় অবসরের প্রস্তাব প্রেরণের ক্ষেত্রে শিক্ষকের যে তথ্যাবলি সরবরাহ করতে হবে।

প্রধান শিক্ষকগণের স্বেচ্ছায় অবসরের প্রস্তাব প্রেরণের ক্ষেত্রে শিক্ষকের যে তথ্যাবলি সরবরাহ করতে হবে।  প্রধান শিক্ষকগণের স্বেচ্ছায় অবসরের অনুমতি প্রদানের বিষয়ে মাঠ পর্যায় হতে শিক্ষকের প্রস্তাব প্রেরণের ক্ষেত্রে প্রায়ই অসম্পূর্ণ তথ্য সরবরাহ করতে দেখা যায়।ফলে শিক্ষকদের অবসরের প্রস্তাব অনুমোদনের ক্ষেত্রে বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়।

 

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ১০/১০/২০২১ খ্রি: তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে প্রেরিত একটি পত্রে উপরোক্ত বিষয় জানানো হয়।

 

পত্রে আরও জানানো হয় যে, উক্ত জটিলতা নিরসনের লক্ষ্যে স্বেচ্ছায় অবসরের প্রস্তাব প্রেরণের ক্ষেত্রে আবশ্যিকভাবে নিম্নবর্ণিত তথ্য (কোন তথ্যের ছায়াকপি প্রেরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে) অগ্রায়ন পত্রের সাথে সংযুক্ত করার জন্য সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অনুরোধ করা হলো।

 

 উল্লেখিত তথ্যাদি-

 

১) শিক্ষকের স্বহস্তে লেখা আবেদন;

 

২) শিক্ষকের ১ম নিয়োগপত্র ও যোগদান পত্রের সত্যায়িত কপি;

 

 ৩) হালফিলকৃত সার্ভিস বহির প্রয়োজনীয় অংশের (সার্ভিস বহির ১ম পাঁচ পৃষ্ঠা, শিক্ষকের ছুটির হিসাবের অংশ, সর্বশেষ চাকুরি সন্তোষজনক এর প্রত্যয়ন, প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতির বিষয় লিপিবদ্ধ অংশ ইত্যাদি) সত্যায়িত কপি;

 

৪) শিক্ষকের বিরুদ্ধে অডিট আপত্তি নাই এমন প্রত্যয়ন; 

 

৫) শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা নাই এমন প্রত্যয়ন; 

 

৬) শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারী মামলা নাই এমন প্রত্যয়ন; 

 

৭) শিক্ষকের নিকট সরকারের কোন পাওনা নাই এমন প্রত্যয়ন; 

 

৮) সকল সনদের সত্যায়িত কপি;

 

উল্লেখিত পত্র-

 

প্রধান শিক্ষকগণের স্বেচ্ছায় অবসরের প্রস্তাব প্রেরণের ক্ষেত্রে শিক্ষকের যে তথ্যাবলি সরবরাহ করতে হবে।

--------------------------------------------------

আরও দেখুন-

১০০%পেনশন ও আনুতোষিক মঞ্জুরির অফিস আদেশ।

------------------------------------------------

 

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের  ‘‘ফেসবুক পেজে  লাইক দিয়ে রাখুন

 

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে

শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।



কোন মন্তব্য নেই

pollux থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.