Dear visitor, welcome to educational blog. Hope, see you again- thank you.

পুনঃনির্ধারিত হলো জাতীয় সঞ্চয় স্কিমসমূহের মুনাফার হার - সকল গেজেট এক ঠিকানায়

পুনঃনির্ধারিত হলো জাতীয় সঞ্চয় স্কিমসমূহের মুনাফার হার

 পুনঃনির্ধারিত হলো জাতীয় সঞ্চয় স্কিমসমূহের মুনাফার হার


পুনঃনির্ধারিত হলো জাতীয় সঞ্চয় স্কিমসমূহের মুনাফার হার

জাতীয় সঞ্চয় স্কিমসমূহের মুনাফার হার পুনঃনির্ধারণ করা হয়েছ। তবে, পুনঃনির্ধারিত জাতীয় সঞ্চয় স্কিমসমূহের মুনাফার হারের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি প্রযোজ্য হবে-

 

শর্তাবলীঃ

 (ক) এই আদেশ জারির পূর্বে ক্রয়কৃত সঞ্চয় স্কিম ক্রয়কালীন হারে মুনাফা প্রাপ্য হইবে এবং যেই মেয়াদের জন্য তাহা ইস্যু করা হইয়াছিল সেই মেয়াদ শেষ হওয়া পর্যন্ত উক্ত হারে মুনাফা প্রাপ্য হইবে। তবে, পুনঃবিনিয়োগের ক্ষেত্রে পুনঃবিনিয়োগের তারিখের মুনাফার হার প্রযোজ্য হইবে।

 

(খ) বর্ণিত সকল সঞ্চয় স্কিমের ক্রমপুঞ্জীভূত বিনিয়োগ বিবেচনাপূর্বক প্রযোজ্য হারে মুনাফা প্রাপ্য হইবে।

 

(গ) প্রতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রেও পুনঃনির্ধারিত মুনাফা হার কার্যকর হইবে।

 

(ঘ) এই আদেশ জারির পরে বিনিয়োকৃত অর্থের মুনাফা প্রদানের ক্ষেত্রে পূর্বের বিনিয়োগ বিবেচনায় নিয়ে প্রযোজ্য হারে মুনাফা প্রাপ্য হইবে।

 

(ঙ)যৌথ বিনিয়োগের ক্ষেত্রে প্রত্যেক বিনিয়োগকারীর বর্ণিত সকল সঞ্চয় স্কিমে মোট বিনিয়োগের উপর হিসাব করে প্রযোজ্য হারে মুনাফা প্রাপ্য হইবে।

 

(চ) যৌথ বিনিয়োগের ক্ষেত্রে প্রত্যেক বিনিয়োগকারীর ক্রমপুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ পৃথকভাবে হিসাব করে প্রযোজ্য হারে মুনাফা প্রাপ্য হইবে।

 

(ছ) সকল সঞ্চয় স্কিমের মুনাফা/সুদ সরল হারে প্রদেয় হইবে।

 

পুনঃনির্ধারিত জাতীয় সঞ্চয় স্কিমসমূহের মুনাফার হার-

 

 

পুনঃনির্ধারিত হলো জাতীয় সঞ্চয় স্কিমসমূহের মুনাফার হার

পুনঃনির্ধারিত হলো জাতীয় সঞ্চয় স্কিমসমূহের মুনাফার হার

পুনঃনির্ধারিত হলো জাতীয় সঞ্চয় স্কিমসমূহের মুনাফার হার

--------------------------------------------------

আরও দেখুন-

১০০%পেনশন ও আনুতোষিক মঞ্জুরির অফিস আদেশ।

------------------------------------------------

 

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের  ‘‘ফেসবুক পেজে  লাইক দিয়ে রাখুন

 

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে

শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।



কোন মন্তব্য নেই

pollux থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.