Dear visitor, welcome to educational blog. Hope, see you again- thank you.

বিদ্যালয়ে সমাবেশ ও র‌্যালীতে ব্যবহার উপযোগী একগুচ্ছ শিক্ষামূলক শ্লোগান - সকল গেজেট এক ঠিকানায়

বিদ্যালয়ে সমাবেশ ও র‌্যালীতে ব্যবহার উপযোগী একগুচ্ছ শিক্ষামূলক শ্লোগান


বিদ্যালয়ে সমাবেশ ও র‌্যালীতে ব্যবহার উপযোগী একগুচ্ছ শিক্ষামূলক শ্লোগানবিদ্যালয়ে সমাবেশ ও র‌্যালীতে ব্যবহার উপযোগী একগুচ্ছ শিক্ষামূলক শ্লোগান। সম্মানীত ভিজিটর, সরকারি-বেসরকারি প্রজ্ঞাপন ও চিঠি-পত্র সমৃদ্ধ এ বাংলা ব্লগ সাইটে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনুগ্রহপূর্বক, পোস্টটি শেষ পর্যন্ত দেখুন।
প্রিয় পাঠক, আপনি যদি আমার এই অলগেজেটস ডট কম সাইটে নতুন এসে থাকেন; তাহলে, সাইটে প্রতিনিয়ত প্রকাশিত নতুন পোষ্টের আপডেট পেতে-প্লিজ, সাইটের ফেসবুক পেজে” লাইক দিয়ে সাইটটির সঙ্গেই থাকুন। আর যদি ইতোমধ্যে আপনি
“ফেজবুক পেজে” লাইক দিয়ে থাকেন, তাহলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রজ্ঞাপন ও চিঠি-পত্র একত্রে, একসঙ্গে পাবার এ পাঠকপ্রিয় বাংলাদেশী বাংলা ব্লগে। আশা করি, পরবর্তীতে আবারও এসে ধন্য করবেন “সকল গেজেট এক ঠিকানায়” শিরোনামের এ বাংলা ব্লগে।
পাঠক, আপনাদের সকলের চাহিদার প্রতি লক্ষ্য রেখে এ ব্লগে আয়োজন করেছি-প্রাথমিক শিক্ষার অফিস আদেশ ও পত্র, প্রাথমিক শিক্ষার প্রজ্ঞাপন, মাধ্যমিক শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র, উচ্চ শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র, শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও ম্যানুয়াল, শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ ও ম্যানুয়াল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রজ্ঞাপন ও পত্র, পাঠ্য বইয়ের ই-সংষ্করণ, ধর্মীয় ই-বুকসমূহ, আইন ও বিধিমালার ই-বুকসমূহ, জাতীয় পরিচয় পত্র বিষয়ক প্রজ্ঞাপন, জন্ম-মৃত্যু নিবন্ধনের প্রজ্ঞাপন ও পত্র, জাতীয় বেতন স্কেলসমূহ, বিভিন্ন আর্থিক সুবিধার প্রজ্ঞাপন ও পত্রসহ বিভিন্ন ধরনের সরকারি-বেসরকারি গুরূত্বপূর্ণ গেজেট, পরিপত্র ও পত্রাদি। এবার আসা যাক, আজকের পোষ্টের কথায়।





--------------------------------------------------
আরও দেখুন-


--------------------------------------------------

বিদ্যালয়ে সমাবেশ ও র‌্যালীতে ব্যবহার উপযোগী একগুচ্ছ শিক্ষামূলক শ্লোগান।
শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ কিংবা র‌্যালীতে প্রায়ই আমাদের বিভিন্ন শিক্ষামূলক শ্লোগান ব্যবহারের দরকার হয়। তাৎক্ষণিকভাবে শ্লোগান মনে করা বা সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। সে কারনে ওয়েব থেকে সংগৃহীত প্রায় অর্ধ শত শ্লোগান আজকের এ পোস্টে সন্নিবেশিত করা হলো। আশা করি, যাঁদের এ বিষয়টি জানা নেই, তাঁদের কাজে লাগবে।
০১) শিক্ষার আলো, ঘরে ঘরে জ্বালো। 
০২) নিরক্ষর থাকব না, দেশের বোঝা হরো না। 
০৩) পড়ার সময় পড়ব, খেলার সময় খেলব। 
০৪) বাংলাদেশ বাংলাদেশ, চিরজীবি হোক চিরজীবি হোক।
০৫) এসো বোন এসো ভাই, চলো সবাই স্কুলে যাই।
০৬) হিন্দু মুসলিম ভাই ভাই, সুস্থ্য সুন্দর মন চাই।
০৭) যেখানে সেখানে ময়লা ফেলব না, পরিবেশ নষ্ট করব না।
০৮) সুস্থ যদি থাকতে চান, পুষ্টিকর খাবার খান। 
০৯) শতভাগ ভর্তির হার, জাতির জন্য অহংকার।
১০) নিয়মিত নখ কাটো, রোগ জীবানু দূরে রাখ।





১১) করব মোরা মাদক বর্জন, গড়ব মোরা সুখের জীবন।
১২) লেখাপড়া শিখব, নতুন জীবন গড়ব। 
১৩) শিক্ষা মোদের অধিকার, শিক্ষা জাতির অহংকার।
১৪) লেখাপড়া শিখে মোরা, উঠব হয়ে দেশের সেরা।
১৫) লেখাপড়া শিখব, সোনার বাংলা গড়ব। 
১৬) বিদ্যালয় আমার ঘর, রাখব সদা পরিষ্কার।
১৭) লাল ফুল নীল ফুল, শিশু হলো বিদ্যালয়ের ফুল।
১৮) বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, পরিষ্কার রাখব পরিষ্কার রাখব।
১৯) ছেলে মেয়ে বিভেদ নাই, চলো সবাই স্কুলে যাই।
২০) ধনী গরিব বিভেদ নাই, চলো সবাই স্কুলে যাই।
২১) শিক্ষা আমার অধিকার, শিক্ষা আমার অহংকার।
২২) শিক্ষাই জীবনের মূল, ঝরে পড়া বিরাট ভুল।
 
২৩) বিদ্যালয়ে আসবে যারা, সুখি জীবন গড়বে তারা।
২৪) সৎ পথে চলব, সুন্দর জীবন গড়ব। 
২৫) সদা সত্য কথা বলব, মোরা সুখি জীবন গড়ব।
২৬) যার নেই শিক্ষা, তার নেই রক্ষা। 
২৭) কৃষক বলে শ্রমিক ভাই, শিক্ষা ছাড়া উপায় নাই।
২৮) লেখাপড়া শিখব, দেশটা-কে গড়ব।
২৯) ধুমপানে বিষপান, আমরা কভূ দেব না টান।
  
৩০) যদি চাও দেশের উন্নতি, শিক্ষা ছাড়া নাইরে গতি।




৩১) দিন বদলের বইছে হাওয়া, শিক্ষা মোদের প্রথম চাওয়া।
৩২) শিক্ষা শিক্ষা শিক্ষা চাই, শিক্ষা ছাড়া উপায় নাই।
৩৩) একীভূত শিক্ষা, হোক মোদের দীক্ষা। 
৩৪) লেখাপড়ার বিকল্প নাই, চলো সবাই স্কুলে যাই।
৩৫) আমরা শিশু জাতির মূল, বিদ্যালয়ে ফোটাই ফুল।
৩৬) শিক্ষিত কন্যা, শতগুণে ধন্যা।
৩৭) নারী পুরুষ সবাই সমান, শিক্ষা দিয়ে করব প্রমাণ।
৩৮) শিক্ষায় শক্তি, শিক্ষায় মুক্তি। 
৩৯) নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন।
৪০) কনুই তুলে মারব হাঁচি, অন্যকে বাঁচাই নিজেও বাঁচি।
৪১) আপনার শিশুকে, স্কুলে ভর্তি করান। 
৪২) শতভাগ ভর্তির হার, বাংলাদেশের অহংকার।
৪৩) নখ কাটি চুল ছাঁটি, থাকব মোরা পরিপাটি।
৪৪) বিদ্যালয়ের আঙ্গিনা, পরিষ্কার রাখব।
৪৫) নারী যদি বাঁচতে চাও, লেখা পড়া শিখে নাও।
৪৬) শিক্ষা, শিক্ষা চাই-শিক্ষা ছাড়া উপায় নাই।
৪৭) আমাদের স্কুল, স্বপ্নের এক রঙিন ফুল।
৪৮) এসো ভাই, এসো বোন-লেখা পড়ায় দেই মন।

আর্টিকেলটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, প্লিজ।
গেজেটের নিয়মিত আপডেট পেতে আমাদের এ ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।




কোন মন্তব্য নেই

pollux থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.