Dear visitor, welcome to educational blog. Hope, see you again- thank you.

ইনফোকাস মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহারের নিয়মাবলি: - সকল গেজেট এক ঠিকানায়

ইনফোকাস মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহারের নিয়মাবলি:


ইনফোকাস মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহারের নিয়মাবলি/Rules for using Infocus Multimedia Projectors. সম্মানীত ভিজিটর, সরকারি-বেসরকারি প্রজ্ঞাপন ও চিঠি-পত্র সমৃদ্ধ এ বাংলা ব্লগ সাইটে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনুগ্রহপূর্বক, পোস্টটি শেষ পর্যন্ত দেখুন।


প্রিয় পাঠক, আপনি যদি আমার এই অলগেজেটস ডট কম সাইটে নতুন এসে থাকেন; তাহলে, সাইটে প্রতিনিয়ত প্রকাশিত নতুন পোষ্টের আপডেট পেতে-প্লিজ, সাইটের ফেসবুক পেজে” লাইক দিয়ে সাইটটির সঙ্গেই থাকুন। আর যদি ইতোমধ্যে আপনি “ফেজবুক পেজে” লাইক দিয়ে থাকেন, তাহলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রজ্ঞাপন ও চিঠি-পত্র একত্রে, একসঙ্গে পাবার এ পাঠকপ্রিয় বাংলাদেশী বাংলা ব্লগে। আশা করি, পরবর্তীতে আবারও এসে ধন্য করবেন “সকল গেজেট এক ঠিকানায়” শিরোনামের এ বাংলা ব্লগে।







পাঠক, আপনাদের সকলের চাহিদার প্রতি লক্ষ্য রেখে এ ব্লগে আয়োজন করেছি-প্রাথমিক শিক্ষার অফিস আদেশ ও পত্র, প্রাথমিক শিক্ষার প্রজ্ঞাপন, মাধ্যমিক শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র, উচ্চ শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র, শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও ম্যানুয়াল, শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ ও ম্যানুয়াল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রজ্ঞাপন ও পত্র, পাঠ্য বইয়ের ই-সংষ্করণ, ধর্মীয় ই-বুকসমূহ, আইন ও বিধিমালার ই-বুকসমূহ, জাতীয় পরিচয় পত্র বিষয়ক প্রজ্ঞাপন, জন্ম-মৃত্যু নিবন্ধনের প্রজ্ঞাপন ও পত্র, জাতীয় বেতন স্কেলসমূহ, বিভিন্ন আর্থিক সুবিধার প্রজ্ঞাপন ও পত্রসহ বিভিন্ন ধরনের সরকারি-বেসরকারি গুরূত্বপূর্ণ গেজেট, পরিপত্র ও পত্রাদি। এবার আসা যাক, আজকের পোষ্টের কথায়।
--------------------------------------------------
আরও দেখুন-


--------------------------------------------------
 



 ফোকাস মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহারের নিয়মাবলি:

০১। কিভাবে মাল্টিমিডিয়া প্রজেক্টর অন করতে হয়?





উত্তরঃ পাওয়ার কার্ড- এর এক প্রান্ত AC Inlet এর সাথে সংযুক্ত করুন এবং অপর প্রান্ত Power Strip এর সংযুক্ত করে Power Strip সুইচ অন করুন। এবার ৩০ সেকেন্ড অপেক্ষা করে  Φ চিহ্নিত সুইচে চাপুন এবং অপেক্ষা করুন। 





০২। জুম / ইমেজ কীভাবে ক্লিয়ার করবেন?
উত্তরঃ লেন্স এ সংযুক্ত হুইল ঘুরিয়ে জুম সেট করা যায়।


০৩। কিভাবে কম্পিউটার / ল্যাপটপ এর সাথে প্রজেক্টর সংযুক্ত করবেন ?
উত্তরঃ VGA ক্যাবল-এর এক প্রান্ত -১ বা  কম্পিউটার-২ এ সংযুক্ত করুন অপর প্রান্ত সিপিইউ/ ল্যাপটপ এর সাথে সংযুক্ত করে ৩০ সেকেন্ড অপেক্ষা করুন। (VGA সংযুক্ত করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে যাতে পিন ভেঙ্গে বা বাঁকা হয়ে না যায়)


০৪। কীভাবে স্ক্রিন ও মনিটরে এক সাথে দেখা যাবে ?
উত্তরঃ প্রজেক্টরের কম্পিউটার আউট পোর্ট এর সাথে  মনিটরের ভিজিএ সংযুক্ত করুন।


০৫। কীভাবে স্লাইড প্রদর্শন করা যায় ?
উত্তরঃ ডাটা ক্যাবলের এক প্রান্ত মিনি ইউএসবি পোর্টে এবং অপর প্রান্ত সিপিইউ/ ল্যাপটপের ইউএসবি-তে সংযুক্ত করুন।
পাওয়ার পয়েন্টের স্লাইড প্রদর্শন করুন এবং রিমোটের মাধ্যমে পেজ আপ- ডাউন করুন।


০৬। কীভাবে প্রজেক্টর থেকে সাউন্ড শোনা যাবে ?
উত্তরঃ সিপিইউ/ ল্যাপটপের থেকে অডিও ক্যাবলের  মাধ্যমে প্রজেক্টরের অডিও ইন-এ সংযুক্ত করুন। আরও বেশী সাউন্ড পেতে অডিও আউটে আপনার স্পিকার সংযুক্ত করুন।


০৭। সিডি/ডিভিডি প্লেয়ার থেকে কি প্রজেক্টর এ ছবি প্রদর্শন করা যাবে ?
উত্তরঃ প্রজেক্টরের ভিডিও পোর্টের সাথে ভিডিও প্লেয়ারের ভিডিও ক্যাবলের মাধ্যমে সংযুক্ত করতে হবে অথবা প্রজেক্টরের এস ভিডিও ক্যাবলের মাধ্যমে সংযুক্ত করতে হবে।


০৮। প্রজেক্টরের বন্ধ করার পর কতক্ষণ পর পুনরায় অন করা যাবে ?
উত্তরঃ বন্ধ করার অন্তত ১০ মিনিট পর পুনরায় প্রজেক্টরের অন করা যাবে।


০৯। HDMI কি? 
উত্তরঃ এইচ ডি এম আইঃ মানে হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস যার মাধ্যমে অডিও এবং ভিডিও একই  ক্যাবলে প্রেরণ করা যায়।


১০। Pen Drive কিভাবে ব্যবহার করবেন?
 উত্তরঃ Pen Drive  কে প্রজেক্টরের USB-A তে Connect করুন। Source এ ক্লিক করুন এবং USB-A  সিলেক্ট করুন।  USB  সিলেক্ট করে নির্দিষ্ট ফাইল ওপেন করুন।


১১। প্রজেক্টরের Internal Memory কি?
উত্তরঃ প্রজেক্টরের মধ্যে একটি 2 GB  ক্ষমতা সম্পন্ন মেমরি দেয়া আছে যাহাতে প্রয়োজনীয় ডাটা (Class Lecture) জমা রাখা যায় এবং প্রয়োজনে ব্যবহার করা যায়।


১২। প্রজেক্টরের Internal Memory তে কিভাবে ডাটা Store করবেন ?
উত্তরঃ প্রথমে ল্যাপটপের USB পোর্ট এর সাথে প্রজেক্টরের USB MINI –B ডাটা ক্যাবল (USB To B-3) এর মাধ্যমে সংযোগ করুন এবং প্রজেক্টরের SOURCE Option এ গিয়ে USB MINI –B সিলেক্ট করুন তারপর ডাটা Internal Memory  তে Send To বা Copy /Paste করুন


১৩। SOURCE কখন কখন সিলেক্ট/ Change করতে হবে ?
উত্তরঃ যখনি Input Change হবে তখনি SOURCE Option এ গিয়ে নির্দিষ্ট Input সিলেক্ট করতে হবে


১৪ LAN কি?
উত্তরঃ লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই পোর্টের মাধ্যমে প্রজেক্টরকে কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।


১৫ কেমন পরিবেশে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার উপযোগি?
উত্তরঃ সাধারণতঃ নিম্ন তাপ মাত্রার পরিবেশে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যাবহার উপযোগি।


১৬ মাল্টিমিডিয়া প্রজেক্টর একটানা কতক্ষণ চালানো যাবে?
উত্তরঃ তাপমাত্রা ২৫ ডিগ্রির বেশি হলে ১ ঘণ্টা চালানোর পর ১৫ মিনিট বিরতি দিয়ে পুনরায় ১ ঘণ্টা চালাবেন।


১৭ কিভাবে প্রজেক্টর বন্ধ করবেন?
উত্তরঃ Φ চিহ্নিত সুইচে একবার চাপুন  এবং ৫ (পাঁচ) মিনিট অপেক্ষা করুন


১৮ প্রজেক্টর ব্যবহারে কি কি সাবধানতা অব্লম্বন করতে হবে?
উত্তরঃ ল্যন্সে কোন ভাবেই টাচ করা যাবেনা। শুষ্ক জাগায় রাখতে হবে। অতিরিক্ত তাপ মাত্রায় ব্যাবহার করা যাবেনা
সম্মানিত পাঠক, উপরোক্ত “নিয়মাবলি” সরাসরি দেখতে ও ডাউনলোড করে নিতে



আর্টিকেলটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, প্লিজ।

গেজেটের নিয়মিত আপডেট পেতে আমাদের এ ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
                             







কোন মন্তব্য নেই

pollux থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.