ফুঁসে উঠছেন কিন্ডারগার্টেন শিক্ষক-মালিকরা | প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫
ফুঁসে উঠছেন কিন্ডারগার্টেন শিক্ষক-মালিকরা | বৃত্তি পরীক্ষার সুযোগ দাবিতে দেশজুড়ে বিক্ষোভ
‘জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই’, ‘প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য কেন? প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, জবাব চাই’ এমনসব শ্লোগানে মুখরিত মিছিল ও বিক্ষোভ দেখা গেছে, গত বুধ ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে । নজিরবিহীন সিদ্ধান্তে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাদ দেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছেন কিন্ডারগার্টেন মালিক ও শিক্ষকরা। তাদেরকে আগের নিয়মেই বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে সারাদেশে মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে। এর আগে তারা ঢাকায় সংবাদ সম্মেলন করে কঠোর আন্দোলনের হুমকিও দিয়েছেন।
আমাদের বার্তার নীলফামারী প্রতিনিধি জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা সদরের বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক ছাড়াও অভিভাবকরা অংশ নেন। সংগঠনের জেলা সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা সচিব আজাদুল হক, সদর উপজেলা সভাপতি চঞ্চল চ্যাটার্জী ও সদর উপজেলা সচিব রফিকুল ইসলাম।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সব বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন গাইবান্ধার শিক্ষকরা। তারা কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দিয়ে প্রকাশিত পরিপত্রটি প্রত্যাহার ও এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় বসার সুযোগ দেয়ার দাবি জানান।
আমাদের বার্তার গাইবান্ধা প্রতিনিধি জানান, জেলা শহরের ডিবি সড়কের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধ করেন তারা। এই মানববন্ধনে এ দাবি তুলে ধরেন শিক্ষকরা। কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখা এ মানবন্ধন আয়োজন করা হয়।
এতে জেলার প্রায় সাতশ বিদ্যালয়ের পাঁচশতাধিক পরিচালক ও শিক্ষক অংশ নেন। জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, শিক্ষা একটি অধিকার, অনুগ্রহ নয় লেখা ব্যানারসহ বিভিন্ন শ্লোগান দেন।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, সংগঠনের জেলা সভাপতি মো. আবেদ আলী, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, মো. এনামুল হক নয়ন, আবু সুফিয়ান মো. টিপু, অনিমেশ কুমার রায়, জুয়েল রানা মৃধা, গোলাম রব্বানী, নাহিদ হোসেন খান, হাফেজ আব্দুর সাফি, তন্বী দাসসহ অনেকে। বক্তারা বলেন, প্রাথমিক ও
গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৭ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেয়ার বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়। এতে কিন্ডারগার্টেন ও সমমানা স্কুলকে বাদ দেয়া হয়েছে। বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ নেই। অথচ প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দেশের প্রায় ৫০ শতাংশ কোমলমতি শিক্ষার্থী কিন্ডারগার্টেন স্কুলে পড়ালেখা করে। সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারা বৈষম্যের সৃষ্টি করে কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেয়া থেকে বঞ্চিত করছেন। ২০০৯ খ্রিষ্টাব্দে সরকার অনুমতি দিয়েছে। সেই থেকে প্রার্থমিক সমাপনী পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ নিয়ে আসছে।
ক্তারা আরো বলেন, সারাদেশে কিন্ডারগার্টেন স্কুলে প্রায় ১২ লক্ষাধিক শিক্ষিত মানুষের কর্মসংস্থান হয়েছে। একটি শিক্ষানীতি অবলম্বন করে শিক্ষার্থীদের শিক্ষার অধিকার রক্ষার্থে প্রকাশিত পরিপত্রটি প্রত্যাহার ও বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়ার দাবি জানাই।
মানববন্ধন শেষে, একই সময় একই দাবিতে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের নেতরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। স্বারকলিপি পেয়ে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, সরকারের ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পাঠিয়ে দেয়া হবে।
আমাদের বার্তার রংপুর প্রতিনিধি জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি। বৃহস্পতিবার সকালে রংপুরের কাছারি বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীসহ অন্য নেতৃবৃন্দ ও শিক্ষকরা।
মানববন্ধন শেষে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
লালপুর, নাটোর থেকে প্রতিনিধি জানিয়েছেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি নাটোরের লালপুর উপজেলা শাখার আয়োজনে কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় সুযোগ না রাখার প্রতিবাদে মানববন্ধনসহ স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই মানবন্ধন কর্মসূচি হয়। এই সময় বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকি, সংগঠনটির উপজেলা শাখার সভাপতি একেএম শাহীন প্রমুখ।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সুযোগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সদস্য তানজিনা আলী, জামিনুল ইসলাম, আব্দুল কাদের, জয়নাল আবেদীন, সফিয়ার রহমান, আব্দুল গফফার, বিপ্লব মিয়া, সাবু মিয়া প্রমুখ।
রাণীশংকৈল, ঠাকুরগাঁও থেকে প্রতিনিধি জানান, রাণীশংকৈলে বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন সোসাইটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার প্রায় অর্ধশত বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, অভিভাবকসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দাউদকান্দি, কুমিল্লা থেকে প্রতিনিধি জানান, কুমিল্লার দাউদকান্দিতে ‘জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য কেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জবাব চাই’-এ প্রতিপাদ্যেকে সামনে রেখে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনগুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে দাউদকান্দি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার ১৫৭টি কিন্ডারগার্টেনের কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষকরা এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
কচুয়া, চাঁদপুর প্রতিনিধি জানান, কচুয়ায় কিন্ডারগার্টেনে অধ্যয়নরত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কচুয়া বিশ্বরোড এলাকায় অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোরেলগঞ্জ বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোরেলগঞ্জে কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক চত্বর এলাকায় এ মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা আঞ্চলিক শাখার মোরেলগঞ্জ উপজেলার ৩ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা।
বাগেরহাট প্রতিনিধি জানান, ‘জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ এই শ্লোগানকে সামনে রেখে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন শেষে স্মারকলিপি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন চিতলমারী উপজেলা শাখার উদ্যোগে মেইন সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রাথমিক ত্রি-পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই- এই দাবি নিয়ে চিতলমারী উপজেলার ৩০টি কিন্ডারগার্টেন স্কুলের কয়েক হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সূত্র: দৈনিক শিক্ষাডটকম
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই