সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

উপবৃত্তির তথ্য এন্ট্রি ২০২৩ | উপবৃত্তির তথ্য আপডেট ২০২৩ | Videoসহ

 

উপবৃত্তির তথ্য এন্ট্রি ২০২৩ | উপবৃত্তির তথ্য আপডেট ২০২৩ | Video

উপবৃত্তির তথ্য এন্ট্রি ২০২৩ | উপবৃত্তির তথ্য আপডেট ২০২৩


সম্মানিত দর্শক, ২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের তথ্য আপডেটের কাজ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের কাজ শুরু হয়েছে। এ চারটি বিভাগের কাজ শেষে অন্য বিভাগগুলোর কাজ শুরু হবে।

আমি আজকের এ পোষ্টে ধাপে, ধাপে দেখানোর চেষ্টা করছি কিভাবে

উপবৃত্তির তথ্য এন্ট্রি ও উপবৃত্তির তথ্য আপডেটের কাজটি করা যায়।

 

১. প্রথমে আপনারা এ লিঙ্কে ক্লিক করে উপবৃত্তি পোর্টালে প্রবেশ করুন(আগেই ক্লিক না করে ধাপগুলো পড়ে নিন)।

 

উপবৃত্তির তথ্য এন্ট্রি ২০২৩ | উপবৃত্তির তথ্য আপডেট ২০২৩ | Video

 

 

২. এরপর চিত্রের ১নং ঘরে ইউজার আইডি/প্রধান শিক্ষকের মোবাইল নং লিখুন।

৩. চিত্রের ২নং ঘরে পাস ওয়ার্ড লিখুন।

৪. চিত্রের ৩নং ঘরে তার নিচের ইংরেজি অক্সরগুলো হুবহু লিখুন।

৫. এরপর চিত্রের ৪নং ঘরের লগইন-এ ক্লিক করুন।

এবার চিত্রের ন্যায় ড্যাশবোর্ড ওপেন হবে।

উপবৃত্তির তথ্য এন্ট্রি ২০২৩ | উপবৃত্তির তথ্য আপডেট ২০২৩ | Video

 

 

এই ড্যাশবোর্ডের ‘প্রাথমিক নির্বাচন’ হেড লাইনে ক্লিক করুন।

নতুন শিক্ষার্থী এন্ট্রি দিতে চাইলে ‘শিক্ষার্থী এন্ট্রি’ শিরোনামে ক্লিক করুন। 

আর শিক্ষার্থীর তথ্য আপডেট করতে চাইলে ‘শিক্ষার্থী তথ্য আপডেট’ শিরোনামে ক্লিক করুন।

 

ভিডিও টিউটোরিয়ালঃ

 

সম্পূর্ণ প্রসেসটি বিস্তারিতভাবে আমার দেখানো ভিডিও টিউটোরিয়ালে দেখতে নিচের বক্সে ক্লিক করুন।


 

 

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের  ‘‘ফেসবুক পেজে  লাইক দিয়ে রাখুন

 

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে

শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন